আমাদের কথা
মজিদিয়া দারুচ্ছুন্নাহ্ পৌর দাখিল মাদরাসাটি ০১/০১/১৯৮২ইং তারিখে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বিধি মোতাবেক মাদ্রাসার নামীয় হিসাব নম্বর জনতা ব্যাংক লিমিটেড, চকরিয়া শাখায় ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মাত্র জনাবা বুলবুল জান্নাত, পিতা- মৃত মৌলানা জহির আহমদ, সাং- মাইজঘোনা, সাহারবিল, চকরিয়া, কক্সবাজার জমাপূর্বক প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে প্রতিষ্ঠাতা তালিকায় অন্তর্ভূক্ত হন।
সংক্ষিপ্ত ইতিহাস
মাদ্রাসাটি ০১/০১/১৯৮২ইং তারিখে স্থাপিত হওয়ার পর আল্লাহর রহমতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় বিগত ০১/০১/২০০৩ইং তারিখে মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক নবম শ্রেণির খোলার প্রাথমিক পাঠদানের অনুমতি লাভ করার পর সকল শর্তাবলী পূরণ সাপেক্ষে বিগত ০১/০১/২০০৬ইং তারিখে দাখিল একাডেমিক প্রথম স্বীকৃতি প্রাপ্ত হন এবং পরবর্তীতে সরকার কর্তৃক ঘোষিত এমপিওভূক্তির সকল শর্তাবলী পূরণ সাপেক্ষে বিগত ০১/০১/২০১৯খ্রি: তারিখে প্রতিষ্ঠানটি এমপিওভূক্ত হন।
লক্ষ্য ও উদ্দেশ্য
ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে আল্লাহ এবং মুহাম্মদ (সা:) এর সন্তুষ্টি অর্জনে নিরক্ষরমুক্ত জাতি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমিক, দক্ষ, যোগ্য জনশক্তি ও আদর্শবান নাগরিক তৈরীর প্রত্যয়ে অনগ্রসর এলাকার জনগোষ্ঠীর গরীব, মেধাবী শিক্ষার্থীদেরকে কর্মমুখী ও আধুনিক দ্বীনি শিক্ষার আলো বিতরণ করা।